১৫/১০/২০২৩ খ্রিঃ তারিখে জেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মাদারীপুর জেলা কর্তৃক বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বর্নাঢ্য র্যালি এবং পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব সরদার শামসুল ইসলাম এর সভাপতিত্ত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মারুফুর রশীদ খান। এছাড়াও, আলোচনা সভায় মাদারীপুর পৌরসভার সম্মানিত মেয়র জনাব খালিদ হোসনে ইয়াদ, সিভিল সার্জন, পুলিশ সুপার এর প্রতিনিধি, সকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান এবং এনজিও প্রতিনিধি, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস